দেড় বছর পর ভোমরা বন্দর থেকে ভারতে যাত্রী চলাচল শুরু

খুলনা ব্যুরো: দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশ পরীক্ষামূলক যাত্রী চলাচলের জন্য খোলা রাখা হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। করোনা মাহমারীর কারণে বন্ধ ছিলো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট।

স্বাস্থ্যবিধি মেনে গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ যাত্রী চলাচলের কথা থাকলেও বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কোন যাত্রী ভারতে প্রবেশ করেননি বা ভারত থেকে কোন যাত্রী বাংলাদেশে আসেননি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর বিটিসি নিউজকে বলেন, ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি রয়েছে। সাধারণ মানুষ বিষয়টি জানতে না পারার কারণে হোক বা প্রস্তুতির অভাবে হোক এখনও পর্যন্ত ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে কোন যাত্রী যাতায়াত করেননি। তবে, অনেকেই তার কাছে এ বন্দর দিয়ে যেতে হলে কি কি নিয়ম কানুন মানতে হবে সেগুলো জানতে ও খোঁজ খবর নিতে এসেছেন।
তিনি আরো জানান, করোনা মহামারির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। তবে, আমদান-রপ্তানী বাণিজ্য যথারীতি আগে থেকেই সচল রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.