দেহ ব্যবসা কোনও অপরাধ নয় : মুম্বাই হাইকোর্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আইনের বিচারে দেহ ব্যবসা কখনই কোনও অপরাধ নয়। তবে জোর করে কাউকে এই পেশায় ঠেলে দেওয়া বা পতিতালয় চালানো অবশ্যই অপরাধ।

এমনই পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের মুম্বাইয়ের হাইকোর্ট ।

মুম্বাই হাইকোর্ট জানিয়েছে কোনও ব্যক্তিকে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রলোভন দেখানোও অপরাধের তালিকায় পড়ে।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে একটি গেস্ট হাউসে অসামাজিক কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযান চালিয়ে তিন নারী ও নিজ়ামুদ্দিন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আদালতের পর্যবেক্ষণ যে কোনও প্রাপ্তবয়স্ক নারীর নিজের পছন্দমত পেশা বেছে নেওয়ার অধিকার রয়েছে। এই কাজের জন্য কাউকে শাস্তি দেওয়া যায় না। এই মর্মে রায় দিয়ে হাইকোর্ট জানায়, যে তিন নারী যৌন কর্মীকে আটকে রাখা হয়েছে, তাঁদের দ্রুত মুক্তি দিতে হবে।

আদালতে শুনানির সময় প্রকাশ পায়, আটক ওই তিন নারী ‘বেদে’ সম্প্রদায়ের। ওই সম্প্রদায়ে নারীদের নির্দিষ্ট বয়সের পরে যৌন পেশায় যোগ দিতে পাঠানোর রেওয়াজ আছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.