সাতক্ষীরা প্রতিনিধি:দেশ ও জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি এবং পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতি কামনা করে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মনিরুল ইসলাম।
এতে প্রশাসন ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
ইফতারের পূর্বে বাংলাদেশ পুলিশসহ দেশের সার্বিক সমৃদ্ধি ও সকল শ্রেণীর মানুষের মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই(অ্যাডমিন), আরআই এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধিমো. সেলিম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.