দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি : প্রধানমন্ত্রী

বিটিসি নিউজ ডেস্ক: সমবায়ের মাধ্যমে বিপণন ব্যবস্থা গড়ে তুললে মানুষ লাভবান হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আধুনিক সমবায় গড়ে তোলা হবে।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৮তম জাতীয় সমবায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সমবায় ব্যাংক ও সমবায় আইনকে যুগপোযোগী করার ও তাগিদ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা বাংলাদেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই অঞ্চল গুলোতে আমরা যদি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে পারি, তাহলে ঘরে যে সমস্ত জিনিস উৎপাদন হয়।’

তিনি আরও বলেন, ‘সেটি প্রক্রিয়াজাত করে দেশে-বিদেশে বিক্রি করতে পারি। উন্নতি ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.