দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি : ড. কামাল

ঢাকা প্রতিনিধিআজ রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি। মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা স্মৃতিসৌধে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্য পূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।বিজয়ের মাসে শপথ নিতে হবে কোনও জবরদস্তি, কোনও লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জরবদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। স্বাধীন দেশে এগুলো মানা হবে না।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.