দেশে স্থিতিশীলতা আনতে জনপ্রতিনিধিত্ব মূলক সরকারের বিকল্প নাই : নাটোরে দুলু
নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত শুরু হয়েছে। বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর মার্চের মধ্যে তিনি নির্বাচন করবেন। এই নির্বাচনের সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা ভাইকে হারিয়েছি। কিন্তু এই কথা বলার অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা আনতে ও গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিত্ব মূলক সরকারের বিকল্প নাই।
Comments are closed, but trackbacks and pingbacks are open.