BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা

দেশে সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, সরকারি গুদামগুলোতে এখন প্রায় ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য জমা রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারিতে খাদ্যশস্যের এই মজুদ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

তিনি বলেন, ‘বর্তমানে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ মেট্রিক টন গম এবং ৯৭ হাজার ৪০৯ মেট্রিক টন ধান সরকারি সংগ্রহে রয়েছে।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘২০২২ সালে সর্বোচ্চ ১৮ লাখ ৮১ হাজার টন মজুদ ছিল। এছাড়া ২০২৩ সালে ১৮ লাখ ২ হাজার টন, ২০২১ সালে ৭ লাখ ২৬ হাজার টন, ২০২৪ সালে ১৫ লাখ ৫২ হাজার টন এবং ২০২৫ সালে ১১ লাখ ৮৮ হাজার টন খাদ্যশস্য মজুদ ছিল।’

খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘ফুড মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫শ মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।’

উপদেষ্টা বলেন, ‘তবে ইতোমধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার মেট্রিক টন ধান, ৭ লাখ ৩২ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার ৫৯৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জিলাপি বিক্রি করে মাসে ৪০ হাজার টাকা আয় করেন সিংড়ার আসাদ সুন্দরবনে যৌথ অভিযান; ডাকাত দলের হাতে জিম্মি থাকা পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার প্রায় ৭৪ লাখ টাকার বাজেট পেশ: গুরুদাসপুরে ‘ইউসিসিএ’ এর ৪২তম বাজেট অধিবেশন তারেক রহমান বর্তমানে দেশে জাতীয় ঐক্যের প্রতীক – দুলু শ্রীমঙ্গলে ঝোপঝাড়ে মিললো ১১টি এয়ারগান, নাশকতার সন্দেহ র‌্যাবের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে মিললো অস্ত্র তৈরির কারখানা, গোলাবারুদসহ বিপুল সরঞ্জাম উদ্ধার সীতাকুণ্ডে “কে আর” ইয়ার্ডে ডাকাতদের হামলা, সাগর থেকে দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার গাজীপুরে চলন্ত ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না : তারেক রহমান