দেশে রেড এলার্ট জারি করার মতো কোন ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি:  আজ রবিবার দুপুরে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজ অব বাংলাদেশ প্রাঙ্গণে ‘ট্রান্সন্যাশনাল ক্রাইম : সার্ক দৃষ্টিকোণ’ এর ৬ষ্ঠ সার্ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেন বাংলাদেশে নিরাপত্তার কোন ধরনের ঘাটতি কিংবা অভাব নেই । আমাদের দেশে রেড এলার্টের মতো কোন ঘটনা এখনও ঘটেনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চরমপন্থীরা দুর্বল হয়ে গেছে। বাংলাদেশে একসময় চরমপন্থীরা ছিল। সে সময়ে তারা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতো। এখন তারা অনেকটা দুর্বল হয়ে গেছে। তারা এখন নিজেরাই তো শিকার করে আত্মসমর্পণ করছে’।

এ সময় খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তিনি জানান , এ ব্যাপারে তারা কোন আবেদন করেননি। আমাদের কাছে কোন আবেদন আসেনি। তাই সলিউশন দেওয়ার কোন স্কোপ নাই।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর রৌশন আরা বেগমের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসমূহের ২০ জন পুলিশ সুপার পদমর্যাদায় কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও সিআইডি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.