দেশে পালিত হচ্ছে সংবিধান দিবস

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ দিল্লির সেন্ট্রাল হলে পালিত হচ্ছে সংবিধান দিবস। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকগন উপস্থিত আছেন।
কংগ্রেস ও তৃণমূল সহ তেরটি বিরোধিদলের কেউই উপস্থিত নেই। যা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঊস্মা প্রকাশ করে বলেন,প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির কাছে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে সংবিধান দিবসকে মান্যতা দেওয়া উচিত। সাংবিধানিক দায়দায়িত্বকে স্মরণ করার জন্যই সংবিধান দিবস।
কংগ্রেসের সাংসদ শ্রী সৌগত রায় সহ অধীর চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সংবিধান মানেন না। তাঁর কাজকর্ম  সবই সংবিধান পরিপন্থী। সাংবিধানিক দায়দায়িত্বের কথা তাঁর মানায় না ‘।
সিপিএমের সুজন চক্রবর্তী বলেন,’সংবিধানকে হত্যা করে তাঁর সংবিধান আমাদের না জানালেও চলবে’।
প্রধানমন্ত্রী সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে ‘পরিবার তন্ত্রের’ খোঁচা দেন। বলেন কিভাবে একটা রাজনৈতিক দল দেশের ক্ষমতায় পারিবারিক বাতাবরণ তৈরি করেছিল। গণতন্ত্রে তা কখনোই কাম্য হতে পারে না বলে বলেন। সংবিধান আমাদের গণতান্ত্রিক ভাবে দায়দায়িত্বের কথা বলেদিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.