দেশে করোনায় কেড়ে নিল আরও ৪ প্রাণ, মোট মৃতের সংখ্যা ৫০ : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষের দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশী মানুষ।

আজ বুধবার (১৫ এপ্রিল) বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লক্ষ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন  ১ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লক্ষ ৮৪ হাজার ৫৯৭ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.