দেশে একদলীয় শাসন ব্যবস্থার সূচনা করা হয়েছে : জিএম কাদের

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার সূচনা করা হয়েছে। একজন নেতা ও একটি দল দেশ পরিচালনা করবে। এ জন্য প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে।’
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর উত্তরের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শাসকগোষ্ঠী দেশটাকে তাদের পারিবারিক সম্পত্তি মনে করে। এ জন্য আওয়ামী লীগ ভাবাদর্শ অথবা স্বার্থের জন্য যাদের নেওয়া প্রয়োজন তাদের একত্রিত করে একটি শ্রেণি তৈরি করা হয়েছে। তারা সাধারণ মানুষের চেয়ে অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করছে। আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সমর্থক সরকারের কর্মচারী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ বাছাই করে নেওয়া হয়েছে।’
জিএম কাদের বলেন, ‘তারা সরকারের লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। বৈষম্যের কারণে সাধারণ মানুষ সমান সুযোগ পাচ্ছে না। বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। বৃটিশরা জমিদার শ্রেণি তৈরি করে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে একটি সভ্রান্ত শ্রেণি তৈরি করতো। যারা উপনিবেশিক শাসন ও শোষণের পক্ষে কাজ করতো। এই বৈষম্য থেকে মুক্তি পেতেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনের বিষয়ে দলের সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কারো ওপরে ব্যক্তিগত মতামত চাপিয়ে দেবো না। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। সাধারণ মানুষ, ভোটের প্রার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীরা বলছে, আমরা ভোট দিতে পারছি না।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের আহ্ববায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও পার্টির ভাইস চেয়ারম্যান এবং মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান সভা সঞ্চালনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.