দেশের স্বার্থে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টার আহ্বান

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, দেশের স্বার্থে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৭ আগস্ট) পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বিগত দিনে প্রবৃদ্ধি আর মাথাপিছু আয়ের অনেক গল্প মানুষকে শোনানো হয়েছে। ঢাকা শহর থেকে বের হয়ে গ্রামে গিয়ে সেই প্রবৃদ্ধি আর খুঁজে পাওয়া যায় না।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে বিগত সময়ে অর্থের অপচয় হয়েছে। যেসব প্রকল্পের দরকার ছিল না, তা নেওয়া হয়। অবৈধ সুবিধা দিতে পাঁচ টাকার কাজ ১০ টাকায় দেওয়া হয়েছে।’
বিজিএমইএর নেতারা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি তৈরি পোশাক সেক্টর। বর্তমান প্রেক্ষাপটে নগদ সহায়তা না পেলে সেক্টরটি ক্ষতিগ্রস্ত হবে।’ এ সময় তারা সরকারের কাছে নগদসহায়তার পাশাপাশি লোন সহায়তা চান।
নেতারা বলেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদের ওপর ব্যবসায়ী সমাজের আস্থা ও বিশ্বাস আছে। দেশের উন্নয়নে তৈরি পোশাক শিল্প মালিকরা সব ধরনের সহযোগিতা করবে।’
এ সময় আরও ছিলেন– বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, প্রথম সভাপতি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.