দেশের মানুষের প্রতি ভিন্নমত ভুলে ঐক্য খুঁজে বের করার আহ্বান রানি দ্বিতীয় এলিজাবেথের

বিটিসি আন্তর্জাতিক ডেস্কদেশের মানুষের প্রতি ভিন্নমত ভুলে ঐক্য খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। নোরফোক এ স্থানীয় একটি নারী বিষয়ক প্রতিষ্ঠানের ১শ’বছর পূর্তি অনুষ্ঠানে দেওয়া ভাষণে রানি অভিন্ন পথ খোঁজার ওই আহ্বান জনান।

রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, ঐক্য খুঁজে বের করতে হবে। প্রতিটি প্রজন্মই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় আবার তাদের সামনে নতুন সুযোগও থাকে।

ব্রেক্সিট চুক্তি নিয়ে মে’র নতুন প্রস্তাবের ওপর আগামী ২৯ জানুয়ারি পার্লামেন্টে পুনরায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ব্রিটিশ এমপিরা এ চুক্তিটি প্রত্যাখ্যান করেন। ব্রেক্সিট চুক্তি নিয়ে সংসদ একমত না হলে ২৯ মার্চে কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে।

ব্রেক্সিট প্রশ্নে ঐক্য খোঁজার আহ্বান রানিররাজপরিবার বিষয়ক সংবাদদাতা নিকোলাস উইচেল বলেন, রানির বার্তা যে ব্রেক্সিটের ব্যাপারে তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।

রাজনৈতিক কোনো বিষয়ে সাধারণতা প্রকাশ্যে বলেন না যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রানি। বিতর্কিত রাজনৈতিক বিষয় নিয়ে রানি নিরপেক্ষতা বজায় রাখেন। তাই ব্রেক্সিট নিয়ে সংকটের সময়ে রানির এই ইঙ্গিতপূর্ণ বার্তায় অনেকেই বিস্মিত হয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.