দেশের মানুষের কাছেই বাবা, ভাই এবং মায়ের স্নেহ পেয়েছি : শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধিআজ বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়ায় জনসভায় বলেন,  স্বজন হারানোর পর এদেশের মানুষের বুকে আশ্রয় পেয়েছি। দেশের মানুষের কাছেই বাবা, ভাই এবং মায়ের স্নেহ পেয়েছি। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর কোটালিপাড়ার জনসভায় যোগ দেন তিনি।

শেখ হাসিনা জনসভায় জাতির পিতাকে স্মরণ করে বলেন, ‘ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়াই তার লক্ষ্য ছিল। স্বাধীনতাকে সুরক্ষিত করে মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়ার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য! যেদিন আমরা হারিয়েছি আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বাঙালি জাতি হারিয়েছে তার নেতাকে। আর আমরা দুই বোন এখানে উপস্থিত, আমরা হারিয়েছি আমাদের মা, বাবা, ভাই।’

শেখ হাসিনা বলেন, ‘বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। কিন্তু এই বাঁচাটা কখনোই আমাদের জন্য সুখের বাঁচা ছিল না।’

বঙ্গবন্ধুকে হত্যার পর প্রবাসী জীবনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা দু’টি বোন শোকে কেঁদেছি একই সাথে প্রতিজ্ঞা নিয়েছি, যে বাংলার মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন উৎসর্গ করেছেন, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন, যে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন আর আমরা পিতার স্নেহবঞ্চিত হয়েছি।’

তিনি বলেন, ‘৮১ সালে আমকে যখন আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হয় তখন অনেক চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলার মাটিতে ফিরে আসবো শত বাধা অতিক্রম করে। ফিরে এসেছিলাম।’

তিনি টুঙ্গিপাড়াবাসী, বাংলাদেশের সকল জনগণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যখন নিঃস্ব রিক্ত হয়ে এদেশের মাটিতে ফিরে আসি তখন তারা আমাকেই বুকে আশ্রয় দিয়েছিলেন। আমি আপনাদের মাঝেই ফিরে পেয়েছিলাম হারানো বাবার স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ, হারানো মায়ের স্নেহ। আমাকে শক্তি সাহস যুগিয়েছেন আপনারা।’

এ সময় উন্নয়নের ধারা বজায় রাখতে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.