দেশের প্রায় ৮.৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হল ১৭ হাজার কোটি টাকা- প্রধানমন্ত্রী

কলকাতা প্রতিনিধি: আজ রবিবার (৯ আগস্ট) ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিলের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। এই তহবিল গঠনের উদ্দ্যেশ্য করোনার প্রকোপে আর্থিক মন্দার হার কিছুটা সংকোচন করতে কৃষিক্ষেত্রকে পুনরুজ্জীবিত করা ও কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া৷ প্রথমদিন, দেশের প্রায় ৮.৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হল ১৭ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়েছে ৷ 

১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২০-২০২১ অর্থবর্ষের নিরেখে, পরের তিন বছরের জন্য বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা করে। মোট এই প্রকল্পের আওতায় প্রথম চার বছরের জন্য ১ লক্ষ কোটি টাকা কৃষিঋণ বাবদ বরাদ্দ করা হয়েছে ।
গত ডিসেম্বরে ওই প্রকল্পের সূচনা হয়েছিল ৷ প্রধানমন্ত্রী-কিষাণ প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত দেশের ৯.৯ কোটি কৃষক এই প্রকল্পের দ্বারা লাভবান হয়েছে জানা গেছে পিএমও -এর বিজ্ঞপ্তির মাধ্যমে ৷ এদিন সেই প্রকল্পের ষষ্ঠ কিস্তি বণ্টন করা হল ৷ কৃষকদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর ৷  তিনি বলেন, কৃষিক্ষেত্রের গুরুত্বের ওপর সর্বদা জোর দিয়েছেন এবং বিকাশ ও উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতাপ্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.