দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বরাদ্দ হল অতিরিক্ত অর্থ

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল সংসদে দেশের অর্থমন্ত্রীর বাজেট পেশে স্থান পেয়েছে প্রতিরক্ষাখাতে অতিরিক্ত অর্থ। গত আর্থিক বছরে বরাদ্দ ছিল ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। এবছরে অর্থাত ২০২২-২৩ অর্থবর্ষের জন্য তা বেড়ে হল ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা।
যেহেতু দেশে চীনসীমান্ত সহ একাধিক ইস্যুতে নিরাপত্তার ব্যবস্থা প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে সেখানে দেশের অর্থমন্ত্রী বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ করে দেশের নিরাপত্তার ব্যবস্থাকে মজবুত করার বার্তা দিলেন বলে ওয়াকিবহল মহলের অভিমত।
মূলধন খাতে ব্যয়ের বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৩৬৯ কোটি টাকা। এই টাকায় নতুন অস্ত্র সহ যুদ্ধ বিমান-যুদ্ধ জাহাজ ও অন্যান্য প্রয়োজনীয় অস্ত্র কেনা হবে।
২ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে কর্মীদের বেতন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের জন্য। অর্থমন্ত্রী তাঁর বাজেট পেশে আরও বলেন,বাজেটে বরাদ্দ ২৫ শতাংশ খরচ হবে গবেষণা ও উন্নয়ন খাতে।
স্বভাবতই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। স্বাগত জানিয়েছেন ক্যবিনেট মন্ত্রী সহ প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকেরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.