দেশের গনতন্ত্র পুর্ন প্রতিষ্ঠা করতে যুবদলের অগ্রনি ভুমিকা রয়েছে : মামুন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদল, দেশের গনতন্ত্র পুর্ন প্রতিষ্ঠা করতে যুবদলের অগ্রনি ভুমিকা রয়েছে।

বর্তমান সময়ে জাতিকে রক্ষা করতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী দিনে সকল রাজনৈতিক কর্মকান্ডে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহন করতে হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মিসভায় প্রদান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড, আনোয়ারুল ইসলাম তারুকদার রতন, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ, সুপার ফাইভ সদস্য শেখ রফি আহম্মেদ আচ্চু, আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি পিরোজ মোঃ কামরুল হাসান প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.