দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে দরকার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার দরকার, শেখ হাসিনা সরকার দেশে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে দেশের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন ও দলীয় নির্বাচিত প্রতিনিধিদের আয়োজনে মার্চে বীর শহীদদের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আলহাজ্ব গাজী সাইদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, আলহাজ্ব শাহজাহান আলী সরকার, দপ্তর সম্পাদক আব্দুল মালেকসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.