BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থ উপদেষ্টা

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থ উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের উন্নয়নে সহানুভূতি, সহযোগিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘নবীন স্নাতকদের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজ থেকে তোমরা বৃহত্তর অঙ্গনে প্রবেশ করলে। তোমাদের ওপর দায়িত্ব অনেক, আর সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে সহানুভূতি, সহযোগিতা ও অন্যের প্রতি দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সমাজ, পরিবার এবং দেশের প্রতি কর্তব্য পালন করতে হবে।

পরিশ্রমকে সফলতার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ৩৫ বছরের চাকরি জীবনে প্রতিটি পদক্ষেপে কঠোর পরিশ্রম করেছি। কোনো কিছুই একদিনে পাওয়া যায় না। পরিশ্রমই সাফল্যের মূল শক্তি।’

নবীন স্নাতকদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘স্বপ্ন ছাড়া মানুষ এগুতে পারে না। তুমি ভবিষ্যতে কী করবে, কোন ক্ষেত্রে অবদান রাখবে-সে বিষয়ে এখন থেকেই চিন্তা করা উচিত।’

প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, অতীতের তুলনায় এখন প্রতিযোগিতা কঠিন হলেও এই চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস ও প্রস্তুতি প্রয়োজন। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সময়ে ততটা প্রতিযোগিতার মুখোমুখি হইনি। এখন সময় বদলে গেছে, নিজেকে গড়ে তুলতে হবে।’

ড. সালেহউদ্দিন মায়েদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সন্তানদের সফলতার পেছনে মায়েদের ত্যাগ ও পরিশ্রম অপরিসীম। নিজের জীবন থেকে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আমার এক ছেলে, এক মেয়ে। আমি তেমন কিছু করতে পারিনি। তাদের মা-ই স্কুলে নেওয়া-আনা থেকে শুরু করে সব দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও বলেন, দেশকে সম্মানজনক অবস্থানে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। মানবতা, সততা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পৃথিবী একটাই। এটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া এবং রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন।

সমাবর্তন ২০২৫-এ ৫টি অনুষদ ও ১৪টি বিভাগ থেকে মোট ১ হাজার ৪০৭ জন স্নাতককে ডিগ্রি দেওয়া হয়। সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য ৫টি অনুষদ থেকে ১০ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং আরও ৪০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রঙিন ব্যালটে হবে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট রাজাশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) কর্তৃক ভারতীয় সামগ্রী আটক রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন “সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার