BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: জাতি গঠনে ব্যক্তিচিন্তা বাদ দিয়ে জাতীয় অগ্রাধিকার চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বল ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ-ইউল্যাব অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা বলেন, আমাদের জাতি গঠনের ভিত্তিটা হচ্ছে সন্দেহ, কেউ এখানে কাউকে বিশ্বাস করে না। আমরা হয়ত কোনটা আমাদের একসঙ্গে জাতির প্রাধান্য এইটাও ঠিক করতে পারি না। আমরা খুব তাড়াতাড়ি একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে যাই। কিন্তু সন্দেহ আর অবিশ্বাস নিয়ে একটা গঠিত হতে পারে না।

‘আমাদের দুর্ভাগ্য যে আমাদের পালাবদল সব সময়ই রক্তাক্ত হয়, সব সময় হিংস্র হয়। জাতি হিসেবে এগিয়ে যেতে হলে আমাদের আসলে যার যেটা দলমত থাকুক না কেন জাতীয় অগ্রাধিকারগুলো ঠিকমত চিহ্নিত করতে হবে।’

রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ উপদেষ্টা বলেন, আপনাদের এই ইউল্যাবে পড়ার কারণে আমার বিশ্বাস আপনারা শুধু চিন্তা করতেই শেখেননি, চিন্তাটা কেন করতে হবে এটাও শিখেছেন। কীভাবে করতে হবে এটাও শিখেছেন। কার জন্য করতে হবে এটাও শিখেছেন। আজকে আপনারা কেউ বিসিএস দেবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হবেন, কিন্তু জাতীয় অগ্রাধিকারগুলো আমাদের পেশাগত জায়গার ঊর্ধ্বে উঠে দলীয় বিশ্বাসের রাজনীতির ঊর্ধ্বে উঠে ঠিক করতে হবে।

তিনি বলেন, আমার কাছে মনে হয় একটি জাতি হিসেবে সফল হতে হলে কয়েকটা বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে, ব্যক্তি হিসেবে সফল হতে গেলেও এক হচ্ছে আপনাকে অবিচল হতে হবে, আপনি কী জানতে চান বা কী করতে চান এই ফোকাসটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না।

উপদেষ্টা বলেন, আমাদের রাজনীতি এত বৈরী যে অন্য পক্ষকে ঘায়েল করতে সব সময় তথ্যকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে জাতির ফোকাসটা নষ্ট হয়ে যায়, যে বিষয়ে আমাদের কথা বলা দরকার, সে বিষয়ে আমরা কথা না বলে চারপাশের বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলতে থাকি। আমাদের জাতীয় জীবনে বিতর্কের ঊর্ধ্বে কোনও মানুষকে থাকতে দেওয়া হয় না।

‘মনে রাখতে হবে হবে এইটা ডেলিবারেট, কেনও ডেলিবারেট, সবাইকে যদি আপনি বদনামি করে ফেলতে পারেন তাহলে দুর্নীতির যে রাজত্ব, সেই রাজত্ব করাটা সহজ হয়। কাজেই অপপ্রচার থেকে নিজেকে মুক্ত রেখে আমার ফোকসটা আমাকে ঠিক রাখতে হবে। আমি যেটা করবো এটাতে একটা অবিচল এফোর্ট আমার থাকবে। আমাদের মতন দেশে কোনও কিছু পরিবর্তন করা রাতারাতি হতেই পারে না। এত রকমের বাধা।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পোরশায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক বেনাপোলে গোলাঘর থেকে পিস্তল সহ আটক-১ মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আ. লীগ নাটোরকে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল – নয়ন দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে : পরিবেশ উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে : আলী রীয়াজ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কারে গণভোট আয়োজনের পরামর্শ ঐকমত্য কমিশনের