‘দেশকে অস্থিতিশীল করে বিএনপিকে আতঙ্কে রাখতেই পঞ্চগড়ে হামলা’

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরবিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা মনে করি পঞ্চগড়ে যে হামলার ঘটনাটি ঘটেছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সুপরিকল্পিত। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে আতঙ্কের মধ্যে রাখার জন্য এ হামলা করা হয়েছে।’
আজ বুধবার (০৮ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি আলামত দেখে মনে হচ্ছে দেশে গণতন্ত্র নেই। দেশে আইনের শাসন নেই। মানুষের কোনো অধিকার নেই। মানবতা প্রতিদিনই লুণ্ঠিত হচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশ মানবতাবিরোধী, মানবাধিকার বিরোধী একটি রাষ্ট্রযন্ত্ররূপে স্বীকৃতি পেয়েছে। দেশে সাইক্লোন হলেও সরকার এখন বিএনপিকে দোষারোপ করছে। প্রশাসনের কোনো জবাবদিহীতা নেই। সরকারি দলের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতীতে বিএনপি ক্ষমতায় ছিল তখন পঞ্চগড়, বোদা থানা ছিল কিন্ত তখন এই ধরনের হামলা হয়নি। কারণ তখন দেশে আইনের শাসন ছিল। পঞ্চগড়ের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনের সময় ক্ষতিগ্রস্তরা বলেছেন হামলাকারীরা তার সফর সঙ্গী হয়ে এসেছে। আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে রহমান, মোতাহার, রনিসহ অনেকে জড়িত। এতেই বোঝা যায় এ ঘটনায় কারা জড়িত।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম সজ জেলা বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
এর আগে, বুধবার দুপুরে বিএনপির প্রতিনিধি দল পঞ্চগড়ের পৌরসভার আহম্মদনগড় ও বোদা উপজেলার ফুলতলাসহ কাদিয়ানী সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন করে কাদিয়ানী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.