BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তি ফির সাথে, নানা কৌশলে অতিরিক্ত আরো এক হাজার ৫০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে ভর্তি ফি নিয়ে স্কুলে চরম নৈরাজ্য তৈরি হয়েছে। অভিভাবকদের মাঝে ক্ষোভ এবং আর্থিক চাপে পড়ছেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ বলেন, প্রতিষ্ঠানে পরিমানের তুলনায় শিক্ষক কম থাকায়,গেষ্ট শিক্ষকের ভাতা দেওয়ার জন্য কিছু অভিভাবক মিটিং করে এ অর্থ আদায়ের সিদ্ধান্ত নেয়।পেরেন্টস টিচার এসোসিয়েশন (পিটিএ) নামে কমিটি করা আছে। তারা অর্থ আদায় করে এবং তাদের হিসাব নম্বরে জমা রাখেন।পরে সেখান থেকে গেষ্ট শিক্ষকের ভাতা প্রদান করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণীতে -১১০ জন,সপ্তমে-১১০,অষ্টমে-১১০,নবম-১০৭ ও দশম শ্রেণীতে ৮৮ জন ছাত্রী রয়েছে।শিক্ষকের পদ ২৭ টি থাকলেও কর্মরত রয়েছে ১১ জন শিক্ষক।পুনঃভর্তি ফি এক হাজার ৪৩৫ থেকে শ্রেণীভেদে এক হাজার ৪৬৫ টাকা। কিন্তু নেওয়া হয়েছে দুই হাজার ৯৩৫ থেকে দুই হাজার ৯৬৫ টাকা।

অভিভাবকদের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য ফি আদায়ে অনিয়ম দীর্ঘদিনের হলেও গতবছর অভিযোগ ওঠার পরও তা ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।

দেবীগঞ্জ থানা পাড়া এলাকার পারভেজ বলেন,তার মেয়ে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তার কাছে পুনঃভর্তিসহ মোট দুই হাজার ৯৩০ টাকা নিয়েছেন।

চয়নুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তার কাছেও নিয়েছেন, দুই হাজার ৯৩০ টাকা। ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রীর বাবা নুরনবী দিয়েছেন দুই হাজার ৯৩০ টাকা। একইভাবে দিয়েছেন আসাদুজ্জামান দোলনসহ একাধিক ব্যক্তিরাও।

বিদ্যালয় পেরেন্টস টিচার এসোসিয়েশন কমিটির সভাপতি মশিউর রহমান বলেন, পরিমানের তুলনায় শিক্ষক কম থাকায় কিছু অভিভাবক মিটিং করে, গেষ্ট শিক্ষকদের ভাতা দেওয়ার জন্য অর্থ উত্তোলনের সিদ্ধান্ত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ অর্থ উত্তোলন করে এবং তারাই ভাতা প্রদান করবেন। গত বছরেও অর্থ উত্তোলন করা হয়েছে, তবে আমি এবার সভাপতি হিসেবে নতুন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান বলেন, সরকারি ফি এর অতিরিক্ত কোন অর্থ আদায় করতে পারবে না। অভিভাবক কমিটি বা পিটিএ কমিটির বিষয়ে তিনি কিছুই জানেন না। তদন্ত করে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা