দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল : রেলপথ মন্ত্রীর পরিদর্শন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী এ্যাড নুরুল ইসলাম সুজন এমপি।

আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দাড়ার হাট এলাকায় মন্ত্রী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় জায়গা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে সফরসঙ্গী ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিসতি, দেবীগঞ্জ থানার কর্মকর্তা রবিউল হাসান সরকার, দেবীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, পৌর আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু, প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় রেলপথ মন্ত্রী এ্যাড নুরুল ইসলাম সুজন এমপি বলেন, কৃষিতে এগিয়ে থাকা দেশকে এখন শিল্প বিপ্লবের দিকে নিয়ে যেতে হবে। এজন্য সরকার সারাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের চাহিদাও বাড়বে। ফলে স্থানীয় অর্থনীতির চাকা সব সময় সচল থাকবে।

গত ২৪ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর ও দলিল সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা করা হয়। দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ, দেবীডুবা ও সোনাহার ইউনিয়নের প্রধানপুর, দেবীডুবা, ও দাড়ারহাট মৌজায় ২১৭.৭৮ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সরকারের পক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পক্ষে সহকারী ব্যবস্থাপক একেএম আনোয়ার দলিলে স্বাক্ষর করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.