দেড় দশক পর কয়রা ও পাইকগাছায় জামায়াতে ইসলামীর আমীর আসছেন বৃহস্পতিবার, উৎসবমুখর পরিবেশ

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল, কয়রা এবং পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাজ সাজ রব বিরাজ করছে।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর আয়োজিত কর্মী সম্মেলন ও পথ সমাবেশকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আমীরে জামায়াতের সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত পথ সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এরপরই পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ৮টায় স্থানীয় গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন।
মুল অনুষ্ঠান দুপুর ২ টায় স্থানীয় কয়রা কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষন দিবেন তিনি। এসব সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতার ছবি সংবলিত তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ জানিয়েছেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কর্মী সম্মেলন ও পথ সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা এবং বিকেলে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিমকালে এথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলন, পাইকগাছার গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশ ও আঠারো মাইলের মোড়ের পথ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ৮৫ হাজার লিফলেট, সাটানো হয়েছে ৪৫ হাজার পোস্টার। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।
কয়রা উপজেলা এলাকায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে ৩৮টি তোরণ ও পাইকগাছা উপজেলা এলাকায় ১৮টি নির্মাণ করা হয়েছে। পনেরদিন ধরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও হাট বাজারে করা হয়েছে প্রস্ততি সভা-সমাবেশ ও মিছিল।
এছাড়া মোটর সাইকেল শোভাযাত্রা। চলছে গোটা এলাকায় মাইকিং। কপোতাক্ষ কলেজ ময়দানে নির্মাণ করা হয়েছে সুবিশাল স্টেজ।
তিনি বলেন, কয়রার কপোতাক্ষ কলেজ ময়দান কর্মী সম্মেলনের স্থান নির্ধারণ করা হলেও গোটা কয়রা হবে লোকে লোকারন্য হয়ে জনসমুদ্র। ফলে কয়রা উপজেলা ঘিরেই হবে কর্মী সম্মেলনের ময়দান।
তিনি বলেন, কয়রার কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে ইনশাআল্লাহ। যা হবে স্মরণকালের ইতিহাস।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.