দেওয়ানগঞ্জে স্থগিত ইউনিয়নে নির্বাচনের দাবীতে প্রার্থী ও এলাকাবাসীর মানববন্ধন


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করার প্রতিবাদে ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের দাবীতে আজ বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৩ নম্বর পাররামরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় তারাটিয়া বাজার এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান সেলিম মিয়া, ইউপি সদস্য প্রার্থী ফিরোজ মিয়া, আনোয়ার হোসেন ,শিলা বেগম প্রমুখ।
মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী সহ প্রায় ২ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভোট গ্রহণে স্থগিত হওয়া পাররামরামপুর ইউনিয়নে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ভোট গ্রহনের কথা থাকলেও নির্বাচনের আগের দিন ৩০ জানুয়ারি এই ইউনিয়নে নির্বাচন বন্ধে ৩ মাসের নিষেধাজ্ঞাদেশ জারি করেন হাইকোর্ট। এরপর থেকে নির্বাচনের কার্যক্রম বন্ধ রয়েছে এই ইউনিয়নে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.