দেওয়ানগঞ্জ নৌকা খেলা কমিটির অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ চোকাইবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার যমুনা নদীর ঘাটে নৌকা বাইছ প্রতিযোগিতায় অনিয়ম দুর্নীতি এবং প্রকৃত বিজয়ী তুফান নৌকাকে পুরস্কার না দিয়ে অবৈধভাবে অন্য নৌকাকে পুরস্কার দেওয়ায় স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার তুফান নৌকা সমর্থক ও বাইছেলদের আয়োজনে ইসলামপুর উলিয়া বাজার সংলগ্ন ঘাটে  ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  বাইছেল মুঞ্জু, আসাদ, আরিফ ও জাহাঙ্গীর প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বাইছেলরা তাদের পুরস্কার  ন্যার্য পুরস্কার প্রাপ্তিসহ কমিটির অনিয়মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য যে, গত ১অক্টোবর দেওয়ানগঞ্জ উপজেলার চোকাইবাড়ী ইউনিয়নের যমুনা ফুটানী ঘাটে নৌকা বাইছ প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার উলিয়ার তুফান ও দক্ষিণ ধর্মকুড়া বাংলার সম্রাট নৌকা খেলায় অংশ গ্রহন করে তুফান নৌকা বিজয়ী হয়। কমিটির লোকজন অনিয়ম দুর্নীতি করে প্রকৃত বিজয়ী তুফান নৌকাকে পুরস্কার না দিয়ে অবৈধভাবে অন্য নৌকাকে পুরস্কার দেয়। এই নিয়ে গ্রামবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.