দেওয়ানগঞ্জে ৯০ বোতল ভারতীয় মদ সহ আটক-১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে যমুনা নদীর পার থেকে ভারতীয় ৯০ বোতল মদ সহ আব্দুস সালাম নামে এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) এর সদস্যরা।

আটককৃত সালাম গাইবান্ধার জেলার রবিচাঁন শেখের ছেলে।
শুক্রবার (১৪ জুন) রাত ৯ টার দিকে উপজেলার যমুনা নদী তীরবর্তী কালীতলী ঘাটে বস্তায় করে মাদক পারাপারের সময় ৯০ বোতল মদ উদ্ধার করা হয়।
ডিবি-২ এর ওসি মো. সোহেল রানা বিটিসি নিউজকে জানান, গাইবান্ধা জেলা থেকে নদী পথে দেওয়ানগঞ্জে মাদক পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ডিবি-২ এর একটি টিম সদরের কালীতলী ঘাটে অভিযান চালায় । অভিযানে আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি ৬ টি বস্তায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
শনিবার দুপুরে আটককৃত আব্দুস সালামকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.