দৃষ্টি প্রতিবন্ধীরা সংসদে ৫টি আসন চাইলেন

 

ঢাকা প্রতিনিধিজাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে ৫টি সংরক্ষিত আসনের দাবিসহ যোগ্যতার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান, চিকিত্সা ও পুনর্বাসন এবং ভূমিহীনদের আবাসন ব্যবস্থার দাবি জানান দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা। গতকাল সোমবার বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ অধিদপ্তর ও বেসরকারি সংস্থার সমন্বয়ে এই আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনের বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদে চলাচলের জন্য ট্রাফিক, বাস, ড্রাইভার ও হেলপারদের সচেতনতা বাড়াতে সরকার ঘোষিত বাস ও ট্রেনে আসন সংরক্ষণ করতে হবে। তাদের আধুনিকায়ন পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের লেখাপড়া ও চাকরির ব্যবস্থা সুনিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানান তারা।
নানা আয়োজনে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয় ঢাকেশ্বরী মোড় থেকে আজিমপুর, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় হয়ে একটি শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এময় সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার, ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, যুগ্ম মহাসচিব এস. এম ইউনুছুর রহমান, সহকারী মহাসচিব মনিরুল ইসলাম, সাংগঠনিক সচিব আবু আলীম মাদবর, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন ও আঃ গফ্ফার হোসেন প্রমুখ। আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ ও নিরাপত্তার প্রতীক সাদাছড়ি বিতরণ করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.