দৃষ্টি প্রতিবন্ধীরা সংসদে ৫টি আসন চাইলেন
ঢাকা প্রতিনিধি: জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে ৫টি সংরক্ষিত আসনের দাবিসহ যোগ্যতার ভিত্তিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান, চিকিত্সা ও পুনর্বাসন এবং ভূমিহীনদের আবাসন ব্যবস্থার দাবি জানান দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা। গতকাল সোমবার বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ অধিদপ্তর ও বেসরকারি সংস্থার সমন্বয়ে এই আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.