BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি দূর করতে ইসলামি দলকে ক্ষমতায় বসাতে হবে – পীর সাহেব চরমোনাই

দূর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি দূর করতে ইসলামি দলকে ক্ষমতায় বসাতে হবে – পীর সাহেব চরমোনাই

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অনিয়ম, অত্যাচার মুক্ত সমাজ গড়তে হলে ইসলামি দলগুলোকে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রতিটি মুসলমানদের ইমানি দায়িত্ব।

গতকাল ২৭ অক্টোবর সোমবার মাগরিব নামাজের পরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার উদ্যোগে এবং সোনাই ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি আরো বলেন অত্যাচারী হয়ে কেহ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন আদর্শ মোতাবেক চলতে হবে।

সোনাই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব  মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্পন্ন বক্তা, সৎ সঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা নওমুসলিম ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, মুফতি মাসুদ হাসান ফিরোজ সহ বিভিন্ন স্থানীয় আলেমগন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল মান্নান, উপজেলা সভাপতি আমির মাওলানা আঃ খালেক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহআলম, সেক্রেটারি মাওলানা আঃ হক, ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইব্রাহীম খলীল, সেক্রেটারি মুফতি নকিব হাসান শেখ সহ অনেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ