দূর্গাপূজা উপলক্ষে রাবিতে পাঁচ দিনের ছুটি

রাবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ পাঁচ দিন বন্ধ থাকবে।  আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে আবাসিক হলগুলো খোলা রাখা হবে বলে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী।
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ৬ থেকে ৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে, ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আরো দুইদিন ছুটি বেড়ে মোট পাঁচদিন ক্যাম্পাস বন্ধ থাকবে।

জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যপক প্রভাষ কুমার কর্মকার বিটিসি নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি রয়েছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রভাষ কুমার কর্মকার আরো বলেন, ছুটি শেষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে ও অফিসসমূহ খোলা থাকবে।

হল বন্ধের বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বিটিসি নিউজকে বলেন, পূজার পাঁচদিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কোন হল বন্ধ থাকবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.