দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি – ত্রাণ প্রতিমন্ত্রী

 

খুলনা ব্যুরো: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান বলেছেন, পূর্ব প্রস্তুতি ছিলো বলেই সর্বনিন্ম ক্ষয়ক্ষতির মাধ্যমে বড়ধরণের দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ মোকাবেলায় নেপাল, তুরষ্কসহ অনেক দেশের দুর্গত মানুষের সবধরণের সাহায্য সহযোগিতা করা হয়। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ একটি রোল মডেল। সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি আজ বুধবার (২৯ মে) দুপুরে খুলনা কয়রা কপোতাক্ষ ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে একথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন ইউনিয়নের প্রায় ছয়শত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি. এম. তারিক-উজ-জামান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.