দুর্বৃত্তের হানায় ২০ শতক জমির ফুলকপি বিনষ্ট

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সাদ্দাম হোসেন নামে এক কৃষকের ২০ শতক জমির শীতকালীন সবজি প্রায় ৭শ ফুলকপি কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে সোনাপুর হিজলী দীঘাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন ওই একই গ্রামের মোঃ ছবের আলীর ছেলে।
ক্ষতিগ্রস্থ কৃষক সাদ্দাম হোসেন বিটিসি নিউজকে জানান, চলতি শীতকালনি মৌসুমে প্রতিবেশীর কাছে থেকে ২০ শতক জমি লিজ নিয়ে আগাম ডন জাতের ফুলকপি চাষ করেন।
ইতিমধ্যে ওই জমিতে ফুলকপি কাটার উপযুক্ত হওয়ায় । কিন্তু গত রাতে কে বা কারা জমির সব ফুল কপি কুচিকুচি করে কেটে ফেলে রেখে যায়। এতে তার তার প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা বিটিসি নিউজকে বলেন,যারা এই কাজ করেছে তাদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা উচিত।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, তিনি লোকমুখে ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.