দুর্ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে ৬ জন নিহত
বিটিসি নিউজ ডেস্ক: রাজধানীর রায়েরবাগে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত: আজ বুধবার রাজধানীর কদমতলীর রায়েরবাগে ট্রাকচাপায় দুই ব্যক্তি মারা গেছেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪২) ও আবুল বাশার (৩২)।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বিটিসি নিউজকে জানান, ভোরে রায়েবাগ জিয়া সরণি রোডে ট্রাক থেকে ইট মালিক হারুন অর রশিদের ইট নামাচ্ছিলেন শ্রমিকরা। তখন পিছন থেকে আর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান হারুন। আহত অবস্থায় শ্রমিক বাশারকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মৃত বাশারের বাবার নাম রাকেজ হাওলাদার। তিনি ঢাকা ম্যাচ এলাকায় থাকতেন। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
রাজধানীতে কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত: আজ বুধবার রাজধানীর শ্যামপুর আলীবহর এলাকায় আলম রাবার ফ্যাক্টরিতে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নাসির (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোফাজ্জল (৩০) ও বাবুল (২৮) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হৃদয় হোসেন বিটিসি নিউজকে বলেন, তারা আলম রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। সকালে ওই তিনজন কম্প্রেসার মেশিনে কাজ করছিলেন।
এসময় মেশিনটি হঠাৎ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। এখন আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিটিসি নিউজকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মৃত নাসিরের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন। এর মধ্যে মোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, একটি রাবার কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। ওইখানে গাড়ির টায়ার বানানো হতো। বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তাছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
নান্দাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত: আজ বুধবার ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- শরীফ (২৭), তপন (১৪)।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আটকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিটিসি নিউজকে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, নান্দাইল থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
সুবর্ণচরে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: আজ বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পিকআপভ্যান চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
আজ সকাল ৯টার দিকে চরজব্বর-সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম নোয়াখালী পৌরসভার উজ্জলপুর গ্রামের জাহিদুল করিমের ছেলে। তিনি হাতিয়ার চানন্দি ইউনিয়নের দ্বীপ উন্নয়ন সংস্থায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিজ কর্মস্থল চানন্দিতে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। পথে চরজব্বর-সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় পৌঁছালে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক গাড়িটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.