দুর্ঘটনার কবলে মেক্সিকোর প্রেসিডেন্টের গাড়িবহর, নিহত-১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের গাড়িবহর দুর্ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৪ জুন) দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য কোহুইলার মনক্লোভা শহরে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের গাড়িবহরে দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর জানার পরই নবনির্বাচিত প্রেসিডেন্ট শিনবাউম তার গাড়ি থামিয়েই আহতদের দেখতে যান।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, শিনবাউম যে গাড়িতে ছিলেন সে গাড়ির কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনায় একজন নিহতের জন্য তারা গভীরভাবে শোকাহত।
চলতি মাসেই উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শেনবাউম। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি একজন সাবেক জলবায়ুবিজ্ঞানী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.