দুর্গাপূজা উপলক্ষে ৮ দিনের ছুটি সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থল বন্দর দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন ছুটি থাকায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন খোলা থাকবে, যেন দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারে।

সোনামসজিদ সিএ্যান্ডএফ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন বিটিসি নিউজকে জানান, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে যৌথভাবে ভারতের মহদীপুর আমদানি-রফতানিকারক গ্রুুুপ চিঠি দিয়ে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, ৪ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে বৃহষ্পতিবার দূর্গাপূজার ছুটি এবং ১১ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি, সবমিলিয়ে ৮ দিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।

আগামী ১২ অক্টোবর শনিবার থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.