
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। নির্বাচন কমিশন থেকে উপ নির্বাচনের জন্য সময় নির্ধারণ করে গত সোমবার প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনের জন্য মনোনীত রির্টানিং কর্মকর্তা আবদুর রহিম জানান, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৪ অনুযায়ী তফসীল ঘোষণার দিন হতে আগামী ২৪ জুন পর্যন্ত সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এবং অনলাইনে দাখিলের শেষ দিন ২৪ জুন। মনোনয়নপত্র বাছাই ২৬ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ জুলাই। ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন থেকে নানা রোগে আক্রান্ত হয়ে গত ৩০ মার্চ ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন মৃত্যুবরণ করলে ওই পদটি শূন্য হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.