BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে সার পাচারকালে ব্যবসায়ীকে আটক, কৃষি কর্মকর্তার যোগসাজশের অভিযোগ

দুর্গাপুরে সার পাচারকালে ব্যবসায়ীকে আটক, কৃষি কর্মকর্তার যোগসাজশের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে সরকারি নির্ধারিত মূল্যের ডিএপি সার পাচারের অভিযোগে ২০ বস্তা সারসহ তাহাজ্জাক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, আটক তাহাজ্জাক মাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার নাজিম উদ্দীনের ম্যানেজার। তিনি গোডাউন থেকে সার বাইরে বের করে পার্শ্ববর্তী বাঘমারা উপজেলার তাহেরপুর বাজারে বেশি দামে বিক্রির জন্য পাচার করছিলেন। কৃষকরা তাকে আটক করে সার জব্দ করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিনুজ্জামানকে এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকার কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি কর্মকর্তাদের যোগসাজশে ডিলাররা নিয়মিত সার পাচার ও অতিরিক্ত দামে বিক্রি করছেন। ফলে কৃষকরা সরকারি মূল্যে সার পাচ্ছেন না এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

কৃষক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, ডিলার নাজিম আমাদের নিয়মিত সার দেন না। পরে সেই সার পাশের খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি হয়। আমরা সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছি। এই সার পাচারে ডিলারের ম্যানেজার তাহাজ্জাক সরাসরি জড়িত।

আরেক কৃষক আহাদ জানান, কিছুদিন আগে ডিলারের কাছে ডিএপি সার নিতে গেলে প্রতি বস্তার দাম ১,৪০০ টাকা চাওয়া হয়, অথচ সরকারি মূল্য ১,০৫০ টাকা। আমরা তার ডিলারশিপ বাতিলের দাবি জানাচ্ছি।

অভিযোগ অস্বীকার করে বিসিআইসি ডিলার নাজিম উদ্দীন বলেন, আটক সারগুলো আমার নয়। কৃষকরা মিথ্যা অভিযোগ করছে। আমি নিয়ম অনুযায়ী কৃষকদের সার দিয়ে থাকি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তখন আমরা ডিলারকে সতর্ক করে ওই ম্যানেজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম। উপজেলা জুড়ে সার বিতরণ নিয়ে আমাদের নিয়মিত পর্যবেক্ষণ চলছে। আজকের ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভৃমি) লায়লা নূর তানজু জানান, সার পাচারের ঘটনায় স্থানীয় কৃষকরা একজনকে আটক করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে : প্রধান উপদেষ্টা রাকাব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক বেগম খালেদা জিয়া বাংলাদেশের উজ্জল নক্ষত্র : মিলন তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপি’র বিশেষ নির্দেশনা সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনই মূল লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় ২৭ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ফলাফল, তানজিদ ও প্রিতমের সেঞ্চুরী ম্যাচ ড্র আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যা বললেন প্রধান উপদেষ্টা জানুয়ারিতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণে চালু হচ্ছে ডিপিএড বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদন্ড আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ – দুলু