দুর্গাপুরে ভারতীয় ১৬৩ বোতল মদসহ আটক-১

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে রোগী বহনকারী এম্বুল্যান্সে করে মাদক পাচারকালে ১৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে পৌর শহরের খরস এলাকায় অভিযানে এসব মদ জব্দ করে।
আটক ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৪২)। তিনি দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার মো.আব্দুল গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়,বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এম্বুল্যান্স (ঢাকা মেট্রো চ-৫১২৯০১) এর ভিতর থেকে ৬টি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ১৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন পালিয়ে যান। এ সময় এম্বুল্যান্স চালককে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বিটিসি নিউজকে জানান,এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.