দুর্গাপুরে নাবালিকা কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, মূল অভিযুক্ত রাশেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে এক নাবালিকা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ রাশেদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযান দল।
অভিযুক্তকে পাবনা জেলার আতাইকুলা থানাধীন গয়েশবাড়ী এলাকা থেকে ২১ জুন রাত ১২টার দিকে আটক করা হয়।
ভিকটিম একজন অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রাশেদ পূর্ব থেকেই তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।
২০২৫ সালের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম তার চাচা সামেদ আলীর বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে, অভিযুক্ত রাশেদ তাকে পিছু থেকে মুখ চেপে ধরে কাঠালবাড়ীয়া গ্রামের মুনবর শাহ নামক ব্যক্তির পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিমকে হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা চালানো হয়।
২৮ মে ২০২৫ তারিখে ভিকটিমের পরিবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলাটি রুজু হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র‌্যাব-৫ (রাজশাহী) এবং র‌্যাব-১২ (সিপিসি-২, পাবনা) যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাবনা জেলার আতাইকুলা থানার গয়েশবাড়ী এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
পরবর্তীতে আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.