দুর্গাপুরে করোনাসহ রমজানে দ্রব্যমূল্যের দাম সঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে অর্থ দন্ড

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মহামারী করোনাসহ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেই সম ৬ ব্যবসায়ীকে সাবধান করার পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এতে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভ্রাম্যমান আদালত) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা। আজ সোমবার (২৭শে এপ্রিল) ২০২০ ইং সকালের দিকে উপজেলা সদরে এ ভ্রাম্যমান আদালতটির মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মহামারী করোনাসহ পবিত্র রমজান মাসে বাজারের সকল ধরনের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

আমাদের পক্ষ থেকে এখন প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে। কোন ব্যবসায়ী যদি পণ্যের দাম অধিক নেয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.