দুয়ারে সরকার প্রকল্পে পশ্চিমবঙ্গের মাথায় বসল নতুন পালক

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে দুয়ারে সরকার প্রকল্পটি খুবই জনপ্রিয় ও জনকল্যানমুখী। ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত।
বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি অনুধাবনে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি প্রশংসিত হয়।
গত শনিবার দিল্লীতে একটি অনুষ্ঠানে ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রকল্প টিকে প্লাটিনাম পুরস্কারে ভূষিত করেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পুরস্কারটি নিতে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য।
এর আগেই কেন্দ্রীয় সরকারের কর্তাদের কাছে প্রকল্পটি নিয়ে প্রশংসা জমা পড়ে।যাবতীয় খুঁটিনাটি পর্যালোচনার পর কেন্দ্রীয় সরকারের তরফে পশ্চিমবঙ্গকে এই পুরস্কারের কথা জানান হয়।
পুরস্কার নিয়ে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প জাতীয় শিরপা পেল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.