দুবাইয়ে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব-আমিরাতে রাজধানী দুবাইয়ে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর উম রামাল এলাকায় স্থানীয় সময় দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

ঘটনায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। ভবনটির নীচ তলায় আগুন লাগার কারণে লেলিহান শিখা উঠতে থাকে উপরের ফ্লোরগুলোর দিকে। এতে আতঙ্ক ছিড়িয়ে পড়ে।

অন্তত ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো উল্লেখ করেনি স্থানীয় গণমাধ্যম। আগুন লাগার কারণ জানায়নি কর্তৃপক্ষ।

ভবনের মালিকের উদৃতি দিয়ে দুবাইয়ের প্রভাবশালি পত্রিকা খালিজ টাইমস জানায়, ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটিতে থাকা সবাই নিরাপদে সরে আসতে পেরেছেন।

দমকল বাহিনীর কর্মীরা মুহুর্তেই ঘটনাস্থলে পৌঁছে আগে ভবনটিতে কর্মরত সব শ্রমিককে নিরাপদে সরিয়ে আনেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.