দুবাইয়ের বারান্দায় নগ্ন ফটোশুট, ১২ নারী আটক

(দুবাইয়ের বারান্দায় নগ্ন ফটোশুট, ১২ নারী আটক)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের মেরিনা এলাকার একটি ভবনের বারান্দায় নগ্ন হয়ে ফটোশুট করার কারণে অন্তত ১২ নারীকে আটক করা হয়েছে। আজ সোমবার (০৫ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আটক নারীদের মধ্যে ১১ জন ইউক্রেনের এবং একজন রাশিয়ার বলে জানা গেছে। দুবাইতে জনসম্মুখে লাম্পট্যের শাস্তি বেশ চড়া। এজন্য ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা হতে পারে।
দুবাই পুলিশ সতর্কবার্তা দিয়ে বলেছে, নৈতিকতা ক্ষুণ্ণ করতে পারে এমন কিছু কেউ প্রকাশ করলে জরিমানাসহ জেল খাটতে হবে। এমন অগ্রহণযোগ্য আচরণ আমিরাতের মূল্যবোধ ও নীতি পরিপন্থী।
এর আগে ২০১৭ সালে এক ব্রিটিশ নারী এখানে একবছরের সাজা পেয়েছিলেন। তার বিরুদ্ধে বিয়ে ছাড়াই এক পুরুষের সঙ্গে সঙ্গম করার অভিযোগ উঠেছিল। সংযুক্ত আরব আমিরাতের বেশীরভাগ আইনই শরিয়া নির্ভর। জনসম্মুখে ঘনিষ্ঠতা এবং সমকামিতার জন্য এর আগে সেখানে অনেকেই জেলে গেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.