BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুবলারচরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের রাস উৎসব

দুবলারচরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের রাস উৎসব

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব বুধবার (৫ নভেম্বর) প্রত্যুষে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১৩ হাজার ৫১৯ জন পুণ্যার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার দিবাগত রাতে আলোরকোলে স্থাপিত অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, ভজন ও লীলা-কীর্তন। ধর্মীয় আচার পালন শেষে বুধবার ভোরে পুণ্যার্থীরা সাগরের নোনা জলে স্নান শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

দুবলা আলোরকোলে রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, শতাব্দীকাল ধরে দুবলার আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব হয়ে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব বলেন, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব আনন্দমুখর শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে সবচেয়ে বেশি পুন্যার্থী অংশ নিয়েছেন। যার সংখ্যা ১৩ হাজার ৫১৯ জন। রাস উৎসব শান্তিপূর্ণ করার জন্য বনরক্ষী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রঙিন ব্যালটে হবে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট রাজাশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) কর্তৃক ভারতীয় সামগ্রী আটক রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন “সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার