দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, চালক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার চৌমুহনী বাজারে বাসের ধাক্কায় মোফাজ্জল আলী (৩৮) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার (০৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ।
নিহত মোফাজ্জল আলী বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেলাইল খামারগাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে।
আটক বাসচালক সিরাজুল ইসলাম বগুড়া কাহালু উপজেলার মুরইল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জল বাজারের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের উপর বসে ছিলেন। হঠাৎ ভ্যানের পিছনে নওগাঁগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসের চালককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসচালককে থানায় নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.