দুদিন ব্যাপী যাত্রা উৎসব ‘শশী বাবুর সংসার’ মঞ্চস্থ


নাটোর প্রতিনিধি: ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় দুই দিন ব্যাপী যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার রাতে উদ্বোধনী রজনিতে উপজেলার গালিমপুরের গিরীশ ধাম জমিদার বাড়ির আঙ্গিনায় ‘শশী বাবুর সংসার’ মঞ্চস্থ হয়। চোখে পড়ার মতো দর্শকদের উপস্থিতি ছিল।
স্থানীয় বকুল স্মৃতি থিয়েটার এর আয়োজন করে। এর আগে রাত সাড়ে ৯টায় যাত্রাপালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
ওই অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময়ের জনপ্রিয় মঞ্চ নাটক ও যাত্রাপালাকে টিকিয়ে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যাত্রা উৎসবে মোট ১৬ জন শিল্পী অংশগ্রহণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.