দুদিন ব্যাপি অনু চলচিত্র উৎসব ‘SUMMER FIM FIESTA’ আয়োজিত…………..

কলকাতা প্রতিনিধি: দুদিন ব্যাপি অনু চলচিত্র উৎসব আয়োজিত SUMMER FIM FIESTA -এ ও মোট ৬৯টি ছবি প্রদর্শিত হয়েছিল সম্পূর্ণ ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে ৷ JUNE মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চলচ্চিত্র উৎসব ৷
কিন্তু কোভিডের পরিস্থিতিতে তা সম্ভব হয়ে ওঠেনি ৷ তারপরই উৎসব কমিটি সিদ্ধান্ত নেন, ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান সম্প্রচারিত করবেন ৷
যেমন ভাবা তেমন কাজ ৷ এরপর তাদের নিরলস পরিশ্রমে, অত্তাধুনিক প্রযুক্তির প্রয়োগে পাক্কা দুটি দিন এতগুলো চলচ্চিত্র প্রেমী মানুষের মনপ্রাণ ভরিয়ে দিয়েছিলেন তাঁরা ৷
প্রতিটি পরিচালকের দৃষ্টিভঙ্গি, কর্ম প্রক্রিয়া, বিষয়বস্তুর বৈশিষ্ট্য সব একে ওপেরর চেয়ে একে বারেই ভিন্ন৷ তাই দর্শক টাটাকা ৬৯টা ভিন্ন ছবির আস্বাদ নিতে পেরেছিল অবলীলায় ৷
দুটি দিন ৫ এবং ৬ই সেপ্টেম্বর সারা পৃথিবীর মানুষজন এই বৃহৎ কর্মকান্ডের সাক্ষী হয়েছিল ৷ গোটা দুটো সন্ধ্যা তাদের মন পরিতৃপ্তিতে ভরে উঠেছিল৷ চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠেছিল SUMMER FILM FIESTA
নভেম্বর মাসে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এমনটাই সিধান্ত নিয়েছিলেন অনুষ্ঠান কমিটি ৷
কিন্তু অতিমারির পরিস্থিতিতে সরকারের অনুমোদন পাওয়া যায়নি অবশেষে আগামীকাল রবিবার (২০শে ডিসেম্বর) ভবানীপুরের যোগেশ মাইম অ্যাকাডেমিতে সাড়ম্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ৷
শুধু ছোট চলচিত্র এবং তাঁর নির্মাতারাই নয় এই অনুষ্ঠানে চলচিত্র উপযোগী গল্পগুলিকেও, শ্রেষ্ঠত্বের  নিরিখে পুরস্কৃত করা হবে৷ এই প্রসঙ্গে উল্লেখ যোগ্য দিগন্ত পাবলিকেশনের তত্ত্বাবধানে অণু চলচ্চিত্র উৎসবের চেয়ার পারসেন শ্রী নীলাঞ্জন ভৌমিকের সম্পাদনায় ৫ ডজন সিনেমা উপযোগী গল্প নিয়ে অনু চলচিত্র উৎসব “বায়োস্কোপ” নামে একটি বইও সম্প্রতি প্রকাশ করেছেন৷
বিটিসি নিউজ (বাংলাদেশ) এই অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে ৷ সম্প্রতি বিটিসি নিউজ সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারিত হবে।
অনুষ্ঠানের মিড়িয়া পার্টনার বিটিসি নিউজ ডট কম ডট বিডি। www.btcnews.com.bd                                        
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.