দুদকের তলব শেরপুরের এমপি ও হুইপ আতিউরকে

বিটিসি নিউজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে নোটিশ পাঠানো হয়। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কে এম মেসবাহ উদ্দিনের সই করা নোটিশে আগামী ১৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে হাজির হতে বলা হয়েছে। কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপির শীর্ষস্থানীয় আট নেতার পাশাপাশি আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরুদ্ধেও দুদক সক্রিয়ভাবে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছেন। তিন দিনের ব্যবধানে ক্ষমতাসীন দলের খুলনার মিজানুর রহমান, নরসিংদীর কামরুল আশরাফ খান পোটন ও সর্বশেষ আতিউর রহমানকে তলব করেছে দুদক।

হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট অফিস নিয়ন্ত্রণ, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামে ৩০ একর জমিতে বাগান বাড়ি তৈরি, ঢাকায় দুটি প্লট, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকা অর্জন করেছেন।  টি আর, কাবিখা, স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ গড়ে তোলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.

ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury ury