(দুই বাংলার সম্পর্ককে নিবিড় করতে সড়কের আধুনিকীকরণ চাইলেন মমতা–ছবি: প্রতিনিধির)
কলকাতা-হাওড়া (ভারত) প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে বারাসত-বনগাঁ সড়কের আমূল সংস্কারের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে অনুরোধ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে গঙ্গাসাগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সেতু নির্মাণেরও দাবি জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দিল্লি সফরের চতুর্থ দিনে মুখ্যমন্ত্রী দেখা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে। কোনও রাজনীতি নয়, লক্ষ্য অবশ্যই রাজ্যের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা আদায়।
গত মঙ্গলবার একই মনোভাব নিয়ে মমতা দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আর্জি জানিয়েছিলেন করোনা প্রতিরোধে রাজ্যের জন্য পর্যাপ্ত প্রতিষেধক পাঠানোর। দু’দিনের মধ্যেই সেই অনুরোধ রেখেছেন প্রধানমন্ত্রী। আজ বাংলার সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য কেন্দ্রের মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মমতা।
একদিকে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধী জোট গঠনের প্রয়াস, অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রের দ্বারস্থ হওয়া- দু’টো দিকই নিপুন হাতে সামাল দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ব্যক্তিগত সুসম্পর্কের সূত্র ধরে বিজেপির প্রথম সারির নেতা তথা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেছিলেন উভয়পক্ষের আধিকারিকদের উপস্থিতিতেই। বৈঠকে কলকাতার জন্য বেশ কয়েকটা নতুন ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।
ভারত-বাংলাদেশ সড়ক পরিবহণ ব্যবস্থা আরও মসৃণ করে তুলতে বারাসত-বনগাঁ সড়কের আধুনিকীকরণের গুরুত্ব বিশ্লেষণ করেন তিনি। মমতার দাবির তালিকায় ছিল বারাসত-দিঘা,নলহাটি-মুরারই, শিলিগুড়ি-সেবক,শিলিগুড়ি-রংপো সড়কেরও সংস্কার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্যে একটি ইলেক্ট্রিক বাস এবং অটো তৈরির কারখানা গড়ার প্রস্তাব দিয়েছেন মমতা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সড়ক পরিবহণে উন্নতি নিয়ে কথা হয়েছে। কলকাতায় বাড়তি কিছু উড়ালপুলের দাবি জানিয়েছি। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটা সড়কের জরুরি সংস্কার এবং সম্প্রসারণের কথাও বলেছি।’
বলিউড-সেলিব্রিটি শাবানা আজমি এবং বিশিষ্ট কবি-গীতিকার জাভেদ আখতারের সঙ্গেও আজ বিকেলে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’কে কেন্দ্র করে একটা গান লিখে দেওয়ার জন্য জাভেদ আখতারকে অনুরোধ করেন তৃণমূল নেত্রী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.