দুই ফরম্যাটে র‌্যাংকিংয়ে একনম্বরে বাবর আজম

বিটিসি স্পোর্টস ডেস্ক: টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাটে খেলোয়াড়দের র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।
যেখানে ব্যাটিং তালিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুই ফরম্যাচে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে একনম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সিরিজে বাবরের ব্যাট কথা না বললেও সদ্য অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার বাবর।
সেই পারফরম্যান্সের ভিত্তিতে সবাইকে ছাড়িয়ে গেলেন পাক অধিনায়ক।
আইসিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশিত হয়েছে এই র‌্যাংকিং।
যেখানে ৮০৬ পয়েন্ট নিয়ে একনম্বরে বাবর আজম। আর ৮৭৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।
টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার দাভিদ মালান। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাট করে তিনে উঠে এসেছেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। তার পয়েন্ট  ৭৯৬।
বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজেও ধারাবাহিক পাক উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান চতুর্থ অবস্থানে উঠে এসেছেন। তার পয়েন্ট ৭৩৫।
টি-টোয়েন্টির এই ব্যাটারের তালিকায় শীর্ষ দশে নেই কোনো বাংলাদেশি তারকা।
হালনাগাদ তালিকায় টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি ঘটেছে দুইজন ভারতীয় ব্যাটারের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভাল খেলায় প্রথম পাঁচে ঢুকলেন লোকেশ রাহুল। আর ২৪ ধাপ উপরে উঠে ৫৯তম স্থানে সূর্যকুমার যাদব। এই ফরম্যাটে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা উঠে এসেছেন ১৩ নম্বরে। (তথ্য সূত্র: আইসিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.